এক মুঠো ভালোবাসা নিয়ে
এক হলুদ হেমন্তের পড়ন্ত বিকেলে
ষোড়শী সন্ধ্যার সোনালী আভা মেখে
হৃদয় মন্দিরের হিতৈষী মোহনায় দাঁড়িয়ে
জীবনের যবনিকার সীমানায়
শিশির আঁচলে ঢেকে চাঁদের কিরণ
আহ্নিক প্রহরের সুবাসী মৌনতায় হারিয়ে
তুমি এসেছিলে একাকী,
শ্রান্ত মনের অরুণোদয় নিভৃত দ্বারে
নীরবতায় শিহরণ জাগিয়ে।  


আল্পনা আঁকা স্বপ্নময় অবয়বের অনুরাগে
আমার বিনিদ্র রাতের ফুলদানিতে
উড়ে এসেছিলো কতো জোনাক শিশু
মসৃণ রজনীর হৃদয় ভেদ করে
সুবিন্যাস্ত সৌখিনতাগুলো
এসে ভিড় করেছিল চোখের পাতায়
আকাশের ছিল অজস্র বছরের ক্লান্ত চাঁদ
তারারা মিটিমিটি জ্বলছিল অবাক হয়ে
বাতাসে তোমার শরীরের ঘ্রাণ
চারিপাশে ঝিঁ'ঝিঁর অবিশ্রান্ত গুঞ্জন।


কতো কিছু এঁকেছিলাম তুলির আঁচড়ে
নির্মল পবিত্র ভালোবাসার অবিচ্ছেদ্য প্রহরে
শব্দের মাধুরী সাজানো কবিতার অহমিকা
আমার মনের আঙিনা ছুঁয়ে থাকা
মায়াবিনী রাতে একাকার হয়ে যাওয়া
মৃদুভাবপূর্ণ অপূর্ব শীতলতা
একাকিত্ব অঙ্গে জড়ানো রেশমী বাহারীতা
বিনোদনের আহ্লাদী পাপড়ি ছড়িয়ে
যদি আবার আসো এই জীবনের অবেলায়
তোমায় জানাবো দীপ্ত সাদর সম্ভাষণ।
___________________
জন্ম সময়:শ্রান্ত রজনী ১০.৫৫ মিনিট
২৫ ই মে শুক্রবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®