আজ অনেক দিন পরে মনের অজান্তেই
আনমনে দাঁড়ালাম সময়ের দাপটে-  
ঝাপসা হয়ে যাওয়া কাঁচের জানালার পাশে।
বাহিরে তুমুল বৃষ্টি,
সূর্য হারিয়েছে গাঢ় মেঘের আড়ালে
বরফ গলা জল বিন্দু বিন্দু হয়ে জমেছে কাঁচের বুকে,
পালকের আল্পনায় এঁকেছে অস্পষ্ট দৃশ্যপট
বাতাসের ঝাপটায় অলিন্দ নিলয়ে
নিশ্চল নির্বাক ঝরা পাতার শব্দের মতো
যুগ যুগান্তরের দূরত্বে ফেলে আসা মধুর প্রহর।
বৃষ্টির স্নিগ্ধতা মনে করিয়ে দিল,
খরস্রোতা নদীর মতোই উত্তাল উচ্ছ্বল ছিলাম
যৌবনের সৈকতে দাঁড়িয়ে
ধূসরিকার ওপারে বাঁশির সুকরুণ মূর্ছনায়
হৃদকুঞ্জ বিকশিত অব্যক্ত মাদকতায়
বিভোর নয়নের দৃষ্টি রেখেছিলাম
মনের অট্টালিকার ঢেউ খেলা সিঁড়িতে
নৈসর্গিক সুখ ধরে রাখার আপ্রাণ চেষ্টায়
কেটেছে কতো বসন্ত নির্ঘুম,নিঃসঙ্গতায়,
পৃথিবীর জলসাঘরে বিনোদনের মধুমালঞ্চে।
এক বাকরুদ্ধ স্বপ্নের করিডোরে হেঁটে
এসে দাঁড়ালাম সেই প্রত্যাশিত নগরীর দ্বারে


একি........ !!!!!
সব-ই দেখি ভেল্কিবাজি
সকল-ই চকোরির চন্দ্র ছোঁয়ার গল্পের মতো
যেমন দূরের মাদল সুমধুর,
নক্ষত্রের শালবনে ঝরে পড়ার ভ্রান্ত দৃশ্যের মতো,
গভীর মরুভূমির বুকে প্লাবনের মতো
তবুও নিরাশ হয়নি কখনোই
অবাক নয়নে চেয়ে দেখি জীবনের ডায়েরির  পাতায়,
সেই শুকনো পাপড়ি আজো আছে অমলিন
এক টুকরো চাঁদ তাকিয়ে আছে আশাতীত চোখে,
ঠোঁটের কোণে নিয়ে জীবনের অম্লান হাসি  
সময়ের বিস্তীর্ণ প্রান্তরে আগামীর মালা হাতে
নব জীবন, স্বাগতমী সমন্বয় জানিয়ে।
_____________________
জন্ম সময়: বৃষ্টিভেজা রাত ১০.২৫ মিনিট
১৬ ই এপ্রিল সোমবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®