ছুঁয়ে ছুঁয়ে যায় যে আমায় মুগ্ধ মাধুরী সমীরণ,
সেটাই তুমি।
অনুভবে অনুভূতিতে যে আমাকে খুব কাঁদায়,
সেটাই তুমি।
মালতীর স্নিগ্ধতায় যে ভাসায় জোনাকি ডানায়,
সেটাই তুমি।
অস্তিত্বহীন যত কল্পনায় যে আমাকে হাসায়,
সেটাই তুমি।
অর্থীহীন কথার সুরোভিত অক্ষরে যাকে দেখি,
সেটাই তুমি।
বালুকা বুকের অলস ঘুমে যাকে জড়িয়ে থাকি,
সেটাই তুমি।
ব্যস্ত সময়ের মনোযোগী প্রহরে যাকে ভাবি,
সেটাই তুমি।
শ্রান্ত বেলার বর্ণিল সন্ধ্যায় যে অনেক ভাবায়,
সেটাই তুমি।
প্রজাপতি ডানার স্নিগ্ধ বাতাসে যে কেশ উড়ায়,
সেটাই তুমি।
মেঘের ভেলায় স্বপ্ন বুকে আমার নয়ন জুড়ায়,
সেটাই তুমি।
____________________
লিখন কাল:নিবিড় বিকেল ৪.৪০ মিনিট
৬'এ ডিসেম্বর বৃহস্পতিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
২২ এ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®