আমি হয়ে গেছি আজ রোমান্টিক কবি
দেয়ালে টাঙানো তোমার ছবি
দেখে আমি কেঁদে মরি আঁখিজলে
চলে গেছ তুমি আমায় অথৈ সাগরে ফেলে
তোমার ছবি দেখে ডুকরে ডুকরে কাঁদি
বিরহে ঢাকা আজ আমার ব্যথার সমাধি।


ঋতুর আবর্তনে আসবে ফিরে সেই দুঃস্বপ্নের রাত্রি
আলো জ্বলবে না আর ঘরে আমি অজ্ঞাত পথের যাত্রী!
থাকব না আর আমি
ভুলে কী যাবে তুমি?
মায়াবী রাতের দু'বাহুর বাঁধন!
ভালোবাসার সেই সব আলাপন?
তোমার বুকের আকাশচুম্বী মিনারে রয়েছে আমার চুমোর পরশ
রয়েছ কী তুমি এখনো প্রাণোচ্ছল, লাস্যময়ী, প্রাণবন্ত-সরস


আসবে আবার সেই ফেব্রুয়ারি,ভালোবাসার মাসটি
শূণ্য থাকবে তোমার পাশে, আমার থাকার স্থানটি
মনে পড়বে স্মৃতি ভ্যালেন্টাইনে,বাজবে ব্যথা তোমার মনে
কাটতো দিন হাসি আর গানে হঠাৎ অকারণে অভিমানে
যখন সঙ্গম সুখের উন্মাদনায়
ডাকতে আমায় এই বিছানায়।


আসবে আবার চাঁদনী রাত, হাস্নাহেনার গন্ধে
তোমার গানের সুরে কেউ নাচবে না আর ছন্দে
নদীর ধারে তোমার সাথে হেঁটেছি বহুরাতি
জ্যোছনা রাতে ঘরের দ্বারে কে জ্বালাবে বাতি?


এই সৈকতে তুমি আমি কেটেছি কত সাঁতার
হৈ, হুল্লোড়, হুড়াহুড়ি আসতো যখন জোয়ার।
আগামীতে এই নদীতে আছড়ে পড়বে ঢেউ
তোমার সাথে এক তরীতে পার হবে অন্য কেউ।
__________________
রচনাকাল: নীরব দুপুর ১.৫৫ মিনিট
২০-ই মে বৃহস্পতিবার ২০২১ খ্রিষ্টাব্দ  
৬-ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®