কতটুকুই'বা চাওয়ার ছিল আমার এই জীবনে,
একমুঠো হাসি, এক আঁচল ভালোবাসা
কাদামাটি মাখা শীতল উঠোন
তালপাতা ঘেরা একটি জরাজীর্ণ কুটির।
অথবা,
তোমার বুকের উষ্ণ নিঃশ্বাসের সুগন্ধ
কাজল কালো কেশের এক টুকরো ছায়া
গোলাপি ঠোঁটের এক চিলতে চুম্বন।
জীবন যবনিকায় হাত ধরে হেঁটে যাওয়া
দুঃখ সুখ কান্না হাসি,প্রাপ্তির আনন্দ,
অপ্রাপ্তির অশ্রু, ভাগ করে নেয়া।


তারপর…!!!
কোথায় এসে দাঁড়ালাম নির্বাক জীবন পথে
আজ আমার ঘুমহীন রাত নিঃশব্দে কাটে
সীমাশূন্য নিস্তব্ধতায় বিদীর্ণ অন্তরের দীর্ঘশ্বাস।
সময়ের বুকে কেন যে এতো প্রবঞ্চনা
এতো প্রহসন,
আজ আমি অনুরাগের দৃষ্টিসীমা থেকে
যোজন যোজন দূরে,
নিঃশব্দ সুরে,লক্ষ্যভ্রষ্ট গন্তব্যের পথে হাঁটি  
রোজনামচার অবাধ্য স্বপ্নগুলো
নিরালায় কাঁদে,
যখন উঠে মনের আকাশে,
আশাহীন এক শিশির ভেজা চাঁদ।
__________________
রচনা: রোদেলা দুপুর ১২.১০ মিনিট
২-ই ফেব্রুয়ারি বুধবার ২০২২ খ্রিষ্টাব্দ  
১৯-এ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ
১-ই রাজাব ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®️