ফেব্রুয়ারির শীতল দমকা হাওয়া এসে
কানে কানে শুনিয়ে গেল অতীতের কিছু স্মৃতি
এমনি এক শীতের ভোরে এসেছিলাম  
পৃথিবীর রঙ্গমঞ্চে কেঁদে,
সবার মুখে আনন্দের হাসি ফুটিয়ে  
মায়া জড়ানো মায়ের আদুরে উষ্ণ বুকে
গ্রামীণ কোলাহলে ভরে উঠে ছিলো শূন্য উঠোন।


বাবার প্রত্যাশিত স্বপ্ন'মাখা নয়ন বলছিলো
হয়তো আমি আঁধার বাতায়ন আলোকিত করবো  
দাদা দিয়েছিলেন "আজান" ডান কানে
আর বাম কানে "তাকবীর"
নীরব নিমন্ত্রণের বন্ধ দ্বার খুলে জীবনের পথে
হয়তো রাঙাবো রঙিন স্বপ্ন দু'নয়নে।


ধীরে ধীরে জীবনের পদচারণায়
কেটে গেছে কত যুগ নিঃশব্দের নীরবতায়
অপূর্ণ স্বপ্ন চোখে নিয়ে চলে গেলেন বাবা চিরতরে
মায়ের হাসি আজ হয়েছে নীরব, মলিন
আমিও প্রবাসের পথে চলেছি জীবনের তাগিদে
নিঃসঙ্গ নক্ষত্রের একাকী সঙ্গী হয়ে।


যৌবনের দেয়ালে ফাটল ধরেছে সময়ের দাপটে
প্রৌঢ় বয়স দিয়েছে অনেক কিছুই
রুপার অঙ্গরূহ,দর্পনে নিষ্প্রভ প্রতিচ্ছবি
হৃদয় নালিতে স্বর্ণের অঙ্গুরীয়
নয়নের আবরণে,কপোলে অঢেল ক্লান্তির ছাপ
চোখের পাতায় ধোঁয়াশে দৃশ্য চারিপাশ।  


অর্ধ শতাব্দীর দ্বারে করাঘাত করে
জানিয়ে গেল জীবনের হালখাতার ভ্রান্ত হিসেব
শূন্যের পরে অগণিত শূন্য লাগিয়ে
যেভাবে এসেছিলাম খালি হাতে ঠিক ওভাবেই
জানিয়ে গেল বিগত বসন্তগুলোর ব্যর্থতা  
আরো বলে গেল এসে চুপিসারে
আজ "আমার জন্মদিন"
_______________________
জন্ম সময়:শীতের রাত্রি ১১.৪৫ মিনিট
২ ফেব্রুয়ারি শুক্রবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®