খেয়ালি চোখে সুদূরে তাকিয়ে একা একা
আনমনে হাঁটি এক বিস্তীর্ণ কবিতার উঠোনে
কিছু শব্দ কুড়োবো বলে,
মন হারানো শাল পিয়ালির বনে
বিমনা ঊর্ধ্বলোকে, বিরল শব্দ খুঁজি,
দখিনা বাতাসে খোলা বাতায়নে
কোজাগরী আকাশের বুকে নির্ঘুম রাতে,
অর্ণবের অথৈ নীলের অশান্ত বুকে
মিহি মিহি সুরেলা স্বপ্ন মাখা প্রান্তরে,  
বিরহী বসন্তবেলার মাধুর্যে
বৈশাখী চাঁদনী রাতের অপূর্বতায়
একাকী নীরবে শুধুই শব্দ খুঁজি,
সুন্দরের অনেক কাছে গিয়ে
নির্জন উঠোনের অনন্তে দাঁড়িয়ে
সৌরভী বিকশিত মনের দ্বারে শব্দ খুঁজি,
তৃপ্ততার বাসনায় নিসর্গ বাগিচায়
প্রান্তীয় তটিনীর সিক্ত তটে হেঁটে
নূপুরের নিক্কন মাদকতায় সুন্দর শব্দ খুঁজি,
শব্দ দিয়ে গাঁথি কবিতার মালা
হাসি কান্নার গল্প, ব্যর্থতার নিগূঢ় ইতিহাস।
শব্দ কুড়াতে কুড়াতে হয়তো একদিন
হারিয়ে যাবো এভাবেই একাকী
কোন অজানা গহ্বরের গহীন অজানায়
যে ভাবে জীবন প্রভাতে এসেছিলাম কেঁদে
জীবন সন্ধ্যায় হারিয়ে যাবো সবাইকে কাঁদিয়ে
কোন এক শব্দহীন শব্দের অলিন্দে।
____________________
জন্ম সময়: স্নিগ্ধ সকাল ১০.২৫ মিনিট
২২ মার্চ বৃহস্পতিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®