আমার হাতে কবিতার খাতা
একটি কবিতা লিখবো বলে হয়ে নিশাচর
ক্লান্ত চাঁদের পানে চেয়ে থাকি ব্যাকুল হৃদয়ে  
অবরুদ্ধ পর্দা সরিয়ে গল্প করি জ্যোৎস্নার সাথে,
জীবনের রঙ খুঁজে বেড়ায়
আবোল তাবোল অক্ষরের বিচিত্র ভাঁজে
তেপান্তরের সুষুপ্তির কোলে একাকী ভাবনায়
সময়ের খাতায় প্রহর গুণে গুণে
জমা হয় বিছানায় বিষণ্ন কাগজের স্তুপ
চেনা অচেনা দ্বৈতরথের দুর্বার জীবনবোধে
কতো মৌন স্মৃতি ভেজা আঁচল কাননে
অক্ষরের ভাঁজে ভাঁজে আমি খুঁজি
শ্রান্ত শশীর বুকে আবছা আলোয় বিমূর্ত ছায়া,
বাঁচিয়ে তুলতে অনিন্দ্য শব্দের প্রলেপে
উজ্জীবিত এক কবিতার পঙক্তিমালা,
আমি ভাসি নির্ভার ঘুমন্ত চোখে ক্ষয়ে যাওয়া
নিজস্ব নীল অর্ণবের মিলন মোহনায়
কতো অপরজিতার জ্যোতির্ময় মিছিলে
হাতড়িয়ে বেড়াই শব্দহীন শব্দ,
একটি অনুপম কবিতা লিখবো বলে।
___________________
জন্মকাল: অলস দুপুর ০২.২৫ মিনিট
১৮ জানুয়ারি শুক্রবার ২০১৯ খ্রিষ্টাব্দ
৫'ই মাঘ ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®