চলে এসো, আবার হারাই দু'জনা নির্জন অরণ্যের মাঝে,
যেখানে দুপুরের ঝাঁঝালো রোদ  
টিয়ে রঙা গাছের পালকে ঢেকে রাখে মন
ঐতো ওখানে শান্ত সরোবর
সুমন মাছরাঙা মাছ ধরে চিকন চঞ্চুতে
শালিক ঘুমায় মিহিন বাতাসে, হলুদ পাতার আড়ালে
কঞ্চি পায়ে দ্রুত হেঁটে যায় পালক ভেজা ডাহুক
রক্তিম পদ্ম পাতার বাথানে
ঝরা পাতায় ঝিলমিল শব্দ করে ভীরু মাছের পালক,
ঐ'যে ওখানে শ্যামল পাহাড়,  
সবুজের আশ্রমে থাকেন দেবদূত গণ
শব্দহীন মৌনতায়, নিমগ্ন ধ্যানের গভীরে।


চলো, আমরা দু'জনে,
খানিকটা সময় বসি ওখানে গিয়ে !


ভবিষ্যতের বাসর সাজাই সবুজ চোখের আনন্দে  
মন দৃষ্টির আপ্লুত শিহরণে
হৃদয়কে হৃদয়ের পাশাপাশি রেখে
জীবনের তানপুরায় মিলনের সুরধ্বনি তুলে
ছায়াঢাকা সুনিবিড় শীতল বৃক্ষতলে।


তুমি মৃগচঞ্চল শপথ আঙ্গুলের হীরক আংটির উৎকর্ষতায়
হৃদয় সেতারায় সুর তোলো অনাস্বাদিত জীবনের তৃষিত মনে


পুলকিত মূর্চ্ছনায় স্বপ্ন তরঙ্গ উদ্বেলিত হোক
ভাঁজকরা ইতিহাসের অসমাপ্ত পাতাতে।


চলো, সবুজের বুকে সবুজ আঁকতে সবুজ হই দু'জনে
অরণ্যের মাঝে যাই হারিয়ে অজানা নির্জনে


তুমি আমি দু'জনে...
__________________
জন্ম সময়: শান্ত রাত ১১.২৫ মিনিট
২০ ই মে রোববার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®