আমি হেঁটেই চলেছি নির্ভীক জীবন প্রান্তে
সময়ের সীমান্তে ঘুমন্ত রাতের প্রাচীর ভেদে
অযুত রহস্যের জাল ছিন্ন করে-
সম্মোহিত প্রেম প্রত্যাশার মিথ্যে মায়ায়,
একে একে অঢেল স্বপ্নের সিঁড়ি পেরিয়ে
চক্রাকার পৃথিবীর দুর্ভেদ্য পথে।

হৃদয়ের বিদগ্ধ বনে মুহুর্মুহু আর্তনাদ তুলে
বৈরাগ্যের স্বপ্নে হারিয়েছে অগণিত
বিবর্ণ আশা'রা স্বপ্নীল অজানায়,
নির্বাক উদ্ভ্রান্ত পথিক হয়ে তুবুও চলেছি
জীবনের কোলাহল পেরিয়ে
নৈবেদ্যের নিষ্করুণ শব্দাবলী ছিঁড়ে,
শব্দহীন নিষাদ নির্মল নিসর্গের বাঁধা ত্যাগ করে।

সময়ের পথের যবনিকায় দাঁড়িয়ে একাকী ভাবি
হয়তো কখনো হৃদয়ের কোমল আর্তনাদগুলো
তারা বিছানো রাতের গালিচায় হাসবে
নক্ষত্রদের অবাক প্রশ্নের অন্তরালে,
হয়তো নৈশব্দের কোন ইশারা আবার আমায়
ডেকে নিবে জীবনের মায়াময় সৈকতে।
__________________
রচনা :একাকী সকাল ৮.১০ মিনিট
১১'এ জুন মঙ্গলবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®