অনেক বার ভেবেছি বিন্দু থেকে শুরু করে
সব অপ্রাপ্তি পেছনে ফেলে,
বসবো আবার হৃদয়ের সিংহাসনে
সবার উর্ধ্বে রেখে প্রেম, ভালবাসা, মায়া
যেখানে থাকবে অফুরন্ত জীবনীশক্তি
হাজার বাঁধা উপেক্ষা করে
একটু একটু এগিয়ে চলবো নির্দ্বিধায়
নিজেকে খুঁজে দেখবো নিজস্বতার মাঝে
খুলে ফেলে সব মুখোশ,
মানুষ হয়ে মানুষের মতো।


শূন্য থেকে শুরু করে আবার হারাবো সেই
কোন নতুন স্বপ্নের আলিঙ্গনে,
যৌবনের উজ্জ্বলতা নিয়ে চোখে
নবউদ্যমে,নবীন হাতছানির মায়াডোরে
মনের বাগানে বুনে অনিন্দ্য প্রেম
আবার ভালোবাসবো জীবনকে
কারো পবিত্র আঁচলের মায়াবী ছায়ায়
যৌবনের গল্প কথার পানসী চড়ে আনন্দে
মিষ্টি প্রেমের নিভৃত দ্বারে
ডেকে নিবো জীবনকে পুনরায়।
_________________
রচনা :পরিশ্রান্ত রাত ৩.২৫ মিনিট
৭'এ জুলাই রবিবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®