সুখো নীড়ের ছায়ায় রচিত ছিল যে নিবাস শত যতনে,
প্রহরের গালিচায় আজ শায়িত কারাদণ্ডের আলিঙ্গনে।
আজ দুঃখী জনম হেন আপন সঙ্গী সাথীর ছিন্ন বাঁধনে,
আঁধারের স্রোতে দাঁড় বেঁয়ে যায় সীমানাহীন ভূগোল প্রাঙ্গনে।


প্রেম,মায়া,ভালোবাসায়  হৃদয় আবৃতের কতো কষ্ট ধাবনে,
কলুর বলদ ন্যায় ঘানি টেনে যায় মালির কঠিন প্রহসনে।
মনুষ্য পূজায় সঁপেছিলো যাকে নানান শ্রদ্ধায় ব্যাঞ্জনে,
সময়ের দামে নিয়েছে কেড়ে সব আপনের বেশে পশুজনে।


হৃদয় আগলিয়ে করেছে লালন যাদের ভালোবাসার কাননে,
যতনে তারাই বিধিঁয়েছে কাঁটা নিঃস্ব করে মালির মনে।
মাতাপিতার সুখের দোলায় কাটিয়ে সুখস্বপ্ন গুণে গুণে,
রাজ্য গড়েছিল মাতৃকোলে এক স্বাধীন জীবন কষ্টবিহীনে।


অকস্মাৎ ঝড়ে কেড়ে নিলো সব নিদারুণ কষ্টের দংশনে,
একাকীত্ব মনে নির্বাক বাঁচিয়া কাটায় খোদার শূন্য জমিনে।
হে প্রভু ক্ষমা করো মোরে তুমি বিন নাই কেউ আপন ভুবনে,
তব সামনে হয়েছে শির নত ভক্তিতে শ্রদ্ধায় ক্ষমা প্রার্থনে।
_____________________
রচনাকাল: রোদেলা সকাল ৯.১০ মিনিট
৩০ নভেম্বর মঙ্গলবার ২০২১ খ্রিষ্টাব্দ
১৫-ই  অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ
২৫-ই  রবিউল আখির ১৪৪৩ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত