তুমিই বানিয়েছো আজ এমন রাজ্যের রাজা,
এ রাজ্যে তুমি আর আমি নাই কোনো প্রজা।


রাতের অন্ধকারে পেয়েছি এক ধ্রুবতারা,
তার জন্য হতে পারি আমি নিঃস্ব সর্বহারা।


অনেক ইচ্ছে হয় চাঁদকে তোমার জন্য আনি,
কারণ এ রাজ্যে তুমি'ই আমার একমাত্র রানী।


জোনাকি হয়ে এসেছো তুমি আমার জীবনে,
আলো হয়ে পাশে থেকো এভাবে'ই যাপনে।

জীবনে পেয়েছি অনেক, পাইনি একটি কথা,
বলেনি কেউ তুমি আমার,এই একটি ব্যথা।

এই ব্যথা মুছে গেলে আর চাই বা'কি জীবনে,
সব কিছু জুড়ে আছো তুমি এই হৃদ উঠোনে।


তুমি আমাকে বানিয়েছো হৃদয়ের প্রেম সম্রাট,
তোমার হাসির মুগ্ধতায় কাটে আমার দিনরাত।


শত দিলরুবা স্বপ্নগুচ্ছ হাসে চোখের পাতায়,
একদিন হবে প্রণয় বাসর থাকি সেই আশায়।


জীবনের শেষ প্রান্তে থেকো তুমি আমার পাশে,
আনন্দের কষ্টগুলো ভাগ করে নেবো অনায়াসে।
_________________
রচনা: ক্লান্ত বিকেল ৪.৫৫ মিনিট
১০ মার্চ বৃহস্পতিবার ২০২২ খ্রিষ্টাব্দ  
২৫-এ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ
৭-ই শাবান ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®