জানিনা তোমায় খুঁজে কি পাবো না আজ
অচেনা ঐ পথের প্রান্তে
স্বপ্নের হাতছানি দিয়ে কে যেন আবার
আমায় ডাকে অজান্তে...!


বুঝিনা আজ ভেবেছি যা কিছু এলোমেলো
তোমারই মগ্ন স্বপনে
নিষ্ফল আশায় নিজেকে বুঝাই নীরবে
যদি আসো গোপনে...!


বিকেলের রোদ নিভে আসে ধীর গতিতে
প্রকৃতির বাধ্য নিয়মে
আজো মনে হয় লুকিয়েছো তুমি আড়ালে
আমায় দেখে শরমে...!


সময়ের যান্ত্রিকতায় তুমি আছো কি ভালো?
আপন সেই মানুষের চেয়ে,
নাকি ভ্রান্ত নগ্ন সভ্যতার ঐশ্বর্যে ডুবেছ তুমি  
আপন অন্য কাউকে পেয়ে ....!

জীবনে চেয়েছিলে যা সত্যি পেয়েছো কি তা?
ছুটে ছিলে মরীচিকায় নয় কি?
জানি ফিরে আসবেনা তুমি কখনোই তবুও  
তুমিই আমার জোনাকি ...!
__________________
রচনাকাল:মধ্য রজনী ১২.৩০ মিনিট
৯ এপ্রিল শনিবার ২০২১ খ্রিষ্টাব্দ
২৭-ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত