সময়ের প্রাচীর ভেদে
হাতছানি দিয়ে গেছে অজস্র কাজল চোখ
অজস্র আকাঙ্খার ভিড়ে  
রয়ে গেছে শূন্যতার দ্বারে অবয়বে  
দ্বীপ নেভা স্বপ্ন ছোঁয়া সময়ে।

ধু'ধু বালুচরের নিঃস্বঙ্গ প্রহরের মৌনতায়
ভোরের আলো খুঁজে নিভৃতে নীরবে
এক জোড়া তন্দ্রাহারা প্রতীক্ষিত ষোড়শী নয়ন
উঁকি দিয়ে হৃদয়ের বাতায়নে।


এলোমেলো ছন্নছাড়া জীবনে
পিপাসার্ত মরুর বুকে বৃষ্টির প্রথম ফোঁটা হয়ে
আঁধার রাতের জোনাকি উজ্জ্বলতায়
এক আহ্লাদী মায়াবী স্পর্শে।


শুধুই আছো ধোঁয়াটে অনুভবের আবরণে
তবুও তোমার অস্তিত্ব টেরপাই
আনন্দময় ক্ষণে,
হেমন্তের সকালে, বর্ষার স্নিগ্ধতায়
কৈশোরিক অনুভবে যৌবনের অনুভূতিতে  


যোজন যোজন দূরে অদৃশ্য হৃদ্স্পন্দনে
অগণিত বৎসরের অপেক্ষার অবসান ঘটিয়ে
গোধূলির অস্পষ্ট আলোয়
শ্বাসপ্রশ্বাসে একমুঠো সুগন্ধি ছড়িয়ে
স্বপ্ন স্বর্গের বাসর সাজিয়ে নীরবে  
কে এলে তুমি জীবনের এই পড়ন্ত বিকেলে।
_________________________
Friday 10 November 2017 খ্রীস্টাব্দ
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®