তোমার কি একবারও বলতে ইচ্ছে করে না আমাকে
চলে এসো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়।  
একবারও পলক ফেরাতে ইচ্ছে করে না আমার প্রতি
ঝিনুক ভালোবাসার মুগ্ধ নয়নে।
কৃতজ্ঞতার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি তোমার দিকে
অনিন্দ্য এক ভালো লাগা নিয়ে
অথচ তুমি একবারও জানতে চাইলে না,
কেমন আছি, কোথায় আছি, কিভাবে আছি
জানতে চাইলে না তুমিহীনা নিঃস্বঙ্গতার কথা,
একাকীর স্নিগ্ধ উচ্ছ্বাসের কথা,
আনমনের  অফুরন্ত অবসরের কথা
আমি চেয়ে দেখি তোমার চোখে তপ্ত কাজলের কারুকাজ
কোমলতার ভিতর থেকে  হয়ে উঠেছে কঠোর।
আঁচলে তোমার হাত গোটানো দেখলে অবাক হয়ে যাই
কেমন মুগ্ধতার আশ্বাসে অভিভূত হয়ে যাই আমি
প্রেমের নির্ভরতার জন্যে তাকিয়ে থাকি নির্বাক
শুধু একবার অবিশ্রান্ত ঢেউয়ের মতো
তুমি জানিয়ে দাও একবার মনের ইচ্ছেগুলো বিশ্বাস নিয়ে
এক্ষুণি জানিয়ে দাও প্রতিশ্রুতির শেষ উচ্চারণ দিয়ে
কেবলই উদ্যমের পাশে আমার স্বপ্নীল প্রত্যাশার উড়াউড়ি
তোমার হাত আমার হাতে থাক না
শুধুই একবারের জন্য নয়,
অনিন্দ্য কাল, থাক না হয়ে বিশ্বাসের প্রতীক।  
____________________
রচনাকাল: উজ্জল সকাল ১০.১৫ মিনিট
২১-ই জুন সোমবার  ২০২১ খ্রিষ্টাব্দ  
৭-ই- আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®