যন্ত্রণা ছাড়া সত্যি কি কোনো সৌন্দর্য সৃষ্টি হয়,
আপনি সুন্দর একটি বাগান দেখুন,  
প্রতিটি গাছ প্রতিনিয়ত মালির কাঁচির যন্ত্রণা সহ্য করেই এতো সুন্দর,  
কারো খোঁপায় বা কোটের কলারে ফুল খুব সুন্দর লাগছে,
প্রণয় বাসরে অজস্র ফুলের সুগন্ধি ও সুন্দর সমাহার
এই সুন্দরের দাম দিয়েছে হয়েছে তাকে-
শাখা থেকে বিচ্ছিন্ন হওয়ার কষ্ট সহ্য করে।
আপনি আপনার প্রিয়জন কে চিঠি লিখবেন
আপনার মনের অব্যক্ত সুন্দর কথাগুলো তাকে জানাবেন
সেই বাক্যগুলো মধুময়ী আবেগী রূপ নিয়েছে  
একগুচ্ছ কাগজ তার বুকে কলমের আঘাতের কষ্ট সহ্য করেই,
তারা হয়ে উঠেছে এক নিদারুন সুন্দর রূপকথার ঝুলি
প্রেমিক প্রেমিকার চুম্বনের অংশীদার অনেক যন্ত্রণা সয়ে।
  
আচ্ছা বিধাতা কি পারেন কষ্টবিহীন কোনো সৌন্দর্য সৃষ্টি করতে ??
হয়তো পারেন না !!!!!
তাইতো একজন "মা" সাত পাহাড়সম যন্ত্রণা সহ্য করে,
একটু সুন্দর শিশুর নিস্পাপ সুন্দর হাসি এনেদেন পৃথিবীর বুকে।
এই ধরাধামের প্রতিটি প্রাণীর সুন্দর হতে
তাকে সহ্য করতে হয়েছে অঢেল কষ্ট ও যন্ত্রণা।
তাইতো এই পৃথিবীর বুকে আজ এতো ভাঙাগড়ার খেলা
বিন্দু থেকে সিন্ধু, সিন্ধু থেকে বিন্দু সবই কষ্টের আরেক রূপ।
একমুঠো ধুলো দিয়েই আমাদের সৃষ্টি,
অবশেষে এই জগতের সব সৌন্দর্যের যন্ত্রণা সহ্য করে
একদিন চলে যেতে হয়,সবাই কে কষ্ট দিয়ে
কবরে,চিতায়, কফিনে শুয়ে সেই ধূলোকনা রূপে।
স্বর্গ বা বেহেস্তের নিদারুন সুন্দর প্রত্যাশা নিয়ে
ব্যাখ্যাতীত যন্ত্রণা ও কষ্ট সহ্য করে।


তাই আমি বলি, কষ্ট ও যন্ত্রণা হচ্ছে সৌন্দর্যের মুল চাবিকাঠি।
__________________
রচনা: উজ্জ্বল দুপুর ১২.৪৫ মিনিট
২৩ ফেব্রুয়ারি বুধবার ২০২২ খ্রিষ্টাব্দ  
১০-এ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ
২২-ই রাজাব ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®