স্বর্ণালী সুবাসিত অনন্ত অন্তরালে
জড়িয়ে থাকা স্বপ্ন ভূবনে নিদ্রাহীন অনন্তকাল
কেটেছে মেঘের সাথে তারার সাথে গল্প করে
মনে দাগ কেটে গেছে ষোড়শী সন্ধ্যার হাতছানি।


একটা স্বপ্ন ছিল চোখের নিবিড় গোপনে
মধ্যরাত্রির ইচ্ছে আঁচল ছুঁয়ে যাওয়া জ্যোৎস্না
জীবনের নৈবেদ্যে এঁকে যায় কতশত সুখ
দিগন্তের আড়াল থেকে টলমল আলো উদয় হয়
আমার মেঘলা গগনের পাঁজরের ভাঁজে  
জোনাকিদের মিটমিটে আলোক সাজে সজ্জিত
হয় আমার মন ভুলা সন্ধ্যার উঠোন।


পদ্মচাহনীর দীর্ঘশ্বাসের অঙ্গীকারের শিকায়  
তুলে রেখেছিলাম কত বিনিদ্রিতার বিমল ব্যাঞ্জনা
বাঁধা ছিল সোনালী অতীতের মুক্তোঝরা প্রহর
মাটির পাতিলে বন্দী করে রেখেছিলাম
বিষাদী বাদ্যের ক্লান্তিকর বিষণ্ণ অজস্র বিকেল
মনের হরষে জ্বালানো প্রদীপের সুগন্ধ মাখা
মায়াবী অভিসারের ছেঁড়া গোলাপের পাপড়ি।


ভস্মিভূত পদচলায় হারিয়েছে সব একে একে
সময়ের বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে চুপচাপ
সমীচীন সময়ের কাছে নিরোত্তর প্রশ্নের উত্তর খুঁজি
আমি শূন্য দু'হাত পেতে নির্বাক নির্বিশেষে।
__________________
Sunday 16 July 2017
রবিবার ১ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®