আমি আজ বুঝতে পারিনা কিছুতেই  
মানুষের জীবন ঝিমিয়ে গেছে কেন এভাবে,
বর্ণিল স্বপ্নে ঘেরা পৃথিবী হয়েছে বিবর্ণ
চারিদিকে শুনি শুধু অপূর্ণতার আহাজারি
অতৃপ্ত ভালোবাসার অজস্র আখ্যায়িকা  
অগণিত বিষণ্ণতায় পরিপূর্ণ কবিতা।


কিছুই আর আগের মতো নেই
প্রেম,ভালোবাসা, এমনকি ঘৃণাও না
প্রয়োজন কিংবা প্রিয়জন সবই প্রবঞ্চনা
পাওয়া না পাওয়ার উদ্বেগহীন অপ্রতীতি
জীবন হারিয়েছে স্নিগ্ধ গতিময়তা।


এখন আর সেই সোনালী দিনগুলো নেই
হেমন্তের কাশফুলের ঝাঁক দেখে কেউ মুগ্ধ হয়না
রুপালি জ্যোৎস্না কাউকে টানে না কাছে
মরীচিকার পিছনে ছুটছে সবাই,নির্দ্বিধায়
মনুষ্যত্ব বিক্রি হচ্ছে আজ পথে ঘাটে পানির দামে
ন্যায়পরায়ণতা হেরেছে আজ লালসার কাছে  
ঘোর অমাবস্যায় আচ্ছন্ন জীবনকে নিয়ে সবাই ব্যস্ত
কালো কালির আঁচড়ে, রঙিন করতে।


আমি চাই, প্রাণপণে চাই,
হেমন্তের মেঘমালা নির্মল প্রভাতে এঁকে দিক  
সবুজ প্রান্তর ছুঁয়ে যাওয়া কিছু মনোরম সুখ
শুভ্র গাঙচিলের ডানায় ভেসে আসুক মঙ্গলবার্তা  
হৃদয়ের দ্বারে প্রচারণ হোক জীবনের আহ্বান  
নিমিষেই হারিয়ে যাক জগতের সব দুঃখ, ঘৃণা,অবহেলা।
___________________
রচনাকাল: আঁধার সন্ধ্যা ৭.৪৫ মিনিট
২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২১ খ্রিষ্টাব্দ
১০-ই  ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®