তোমার শিয়রে জেগে আছে চাঁদ
রাত গভীর হলে দেখে নিও,
মহুয়া বনের মাতাল পবনে
ইশারায় তাকে ডেকে নিও।


একাকী রাতে নিপতিত দেহ
মন্থিত হলে বুঝে নিও,
আসবে সে বুঝি সহসা তোমাতে
প্রণয়ের জলে ভেসে নিও।


রজনী গভীর হলে প্রণয়ের জলে
ভিজে গেলে দেহ ঢেকে নিও,
প্রণয় প্রাণের সৃজিত দেহটি
উষ্ণ আবেগে মেপে নিও।


প্রণয়ের মাদল বাজে মহুয়াবনে
আসবে সে অচিরেই বুঝে নিও,
বাহুবন্ধনে বেঁধে নিও তাঁকে
সে তোমার আপন জেনে নিও।
__________________
রচনাকাল: শুভ্র সকাল  ৯.২০ মিনিট
২৯-ই সেপ্টেম্বর বুধবার ২০২১ খ্রিষ্টাব্দ  
১৪-ই- আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®️