তোমার লালটিপ'টি আমায় খুব ব্যাকুল করেছে
হৃদয়ের আকাশে ফুটেছে নক্ষত্রের মতো
মধ্যরাতের জোনাকির আলো হয়ে,
চন্দ্রমল্লিকার দীপ্তি এনেছো হৃদয় ভরে,
তোমারে দেখে আজ মুগ্ধ আমার দু'নয়ন।


মাঝরাতে তোমার নীরব নিঃশ্বাস তৃষ্ণা জাগায়
মনের উঠোনে প্রেমের নূপুর বাজে একাকী
কত নির্লজ্জ গোপন কথা ঠোঁটে হাসে চুপিসারে
রূপের ব্যাকরণে সেজে তুমি এক রূপবতী
নীল শাড়ির আবরণে তুমি রূপের কুঞ্জবন।


কতবার ভেবেছি আনমনে একটি নীলটিপ পরিয়ে
জড়াবো তোমায় ভালোবেসে আমি অবশেষে
বলবো মন আকাশের ক্লান্ত দুঃখগুলো
বলবো তোমায় মাঝরাতের ভাঙা স্বপ্নগুলো
নিবিড় ভালোবাসার পাপড়িতে সাজিয়ে।


তোমাকে দেবো বলে এনেছিলাম রংধনুর সাতরং
এঁকেছিলাম আল্পনা শত হৃদয়ের শূন্য ঘরে
অনুক্ত কথামালার ঝুলি সাজিয়েছি যত্ন করে
সমুদ্রের উত্তাল ঢেউ রেখেছি বুকে তোমার জন্যে
তোমায় নিয়ে যাবো হৃদয়ের পরমাণু ভান্ডারে ।


তুমি আসবে বলেছিলে শীতের অতিথি পাখি হয়ে
অরূপ রূপে দু'চোখের দৃষ্টি সাগর মূর্ছনায়
দগ্ধ হৃদয়ের কল্পিত সংসারে একমুঠো স্বপ্ন নিয়ে,
পড়ন্ত বিকেলের শেষান্তের আভায় হেসে
তুমি মিশে যাবে অপলক দৃষ্টিতে মনে নিভৃত দর্পনে।
___________________
বুধবার ২৯ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ
Wednesday 13 September 2017 খ্রীস্টাব্দ
Al-Arba'a ২২ জিলহজ্ব1438 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®