অতন্দ্র প্রহরী হয়ে জীবন সৈকতে
শ্রান্ত আলোর মিছিল দেখেছি,
স্ফূর্তি-শূন্যতার আঁচড়ে
এঁকেছি অস্তমিত সূর্যের পিঠে
বিষণ্ণতার নিমগ্ন নিবিড়ে
অন্তর্লীন পঙ্কিল অবয়বী আল্পনা।
  
এখন আর কোন প্রতীক্ষা নেই,
নেই কোন প্রত্যাশা,
অবিন্যস্ত পথিকের মতো
সকল বাঁধন হতে মুক্তি নিয়ে
জ্যোতির দুয়ার বন্ধ করে,
ফিরে গেলাম অসময়ে-নিশ্চুপ।  


হয়তো হবে দেখা আলোকবর্ষ দূরত্বে
যদি মনে পড়ে নিরালায়
রাতের আঁধার একটু গাঢ় হলে
এসো ফুলহীন সমাধিতে-নিঃশব্দে
তোমার একান্ত অবসরে
একটি প্রদীপ জ্বেলে যেও-নীরবে।    
__________________
জন্ম সময়:শান্ত সকাল ৮.৪৫ মিনিট
২৯ মার্চ বৃহস্পতিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®