তুমি কি দেখেছ
তোমাকে গভীর নিমগ্ন দৃষ্টি মেলে
যখন একাকী নির্জনে থাকো
হয়েছো কি নিরাভরন
দেখেছ কি প্রতিবিম্ব আয়নায়,
কেমন উঁকি দেয় ওখানে স্বপ্ন কুসুম
কোন গভীর আরাধনার বানী।
তুমি কি দেখেছ,
তোমাকে সেখানে পেয়েছ কি খুঁজে?
হয়তো দেখ নাই
আমি তো দেখেছি
যদিও রেখেছ ঢেকে আঁচলে আড়ালে
সব যায়,
যায় জীবন,
প্রান গত হলে
শুধু থাকবে বেঁচে তোমার রূপ স্বপ্ন,
রূপের বাসর সজ্জায়
তাই অদৃশ্য তুমি দৃশ্যমান হও,
খোল মনের দুয়ার,
সরাওনা বুকের আঁচল।
_________
টি,কে,এম,আজীমি