প্রতিদিন সাজিয়ে রাখি ফুলগুলো মনের ফুলদানীতে,
এমনি ভাবে,তুমি আসবে ভেবে,
কতো বাহারি ফুলের সমারোহ, কতো তাদের সুঘ্রাণ,  
এমনি ভাবে, তুমি আসবে ভেবে,
আমার স্বপ্নের পালক রেখে দিই শিয়রে,তোমার আশায়,
এমনি ভাবে,তুমি আসবে ভেবে,
ফুলে ফুলে ছেঁয়ে যায় আমার উদাসীন আকাশ, ভুবন,
এমনি ভাবে তুমি আসবে ভেবে,
আমি নির্বাণ হয়ে উঠি বিশ্বাসে,তোমার বিশ্বস্ত অন্তরে,
এমনি ভাবে তুমি আসবে ভেবে,
ভালোবাসায় বিলীন হবো, দিবো প্রণয়ে ভরা অভিলাষ,
এমনি ভাবে তুমি আসবে ভেবে,
আমি অনুরণিত হই এক সুখের দহনে একাকী আনমনে,
এমনি ভাবে তুমি আসবে ভেবে,
কতো ভেবেছি তোমায়, আপন করে জেনেছে এ'হৃদয়,
এমনি ভাবে তুমি আসবে ভেবে,
তুমি চাইলে ভালোবাসার বিশ্বাস হয়ে দিবো মধুর জ্বালা,
এমনি ভাবে তুমি আসবে ভেবে,
প্রতিদিন সাজিয়ে রাখি আমার ভুবন,তোমার স্বপ্ন খেয়ালে,
এমনি ভাবে তুমি আসবে ভেবে,
কতো সুন্দর বিহ্বল চকিতে, কতো মধুর তার আলাপনে,  
এমনি ভাবে তুমি আসবে ভেবে,
তোমাকে পাওয়ার ছলে ভুলে যাই জীবনের দুঃখ সকল,
এমনি ভাবে তুমি আসবে ভেবে,
বেঁচে থাকি নিরানন্দের মাঝেও, নিয়ে আনন্দ সংগোপনে,  
এমনি ভাবে তুমি আসবে ভেবে।
___________________
রচনাকাল:শীতাছন্ন দূপুর ২.১৫ মিনিট
০৭ ডিসেম্বর মঙ্গলবার ২০২১ খ্রিষ্টাব্দ
২২-ই  অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ
৩-জামাদিউল আউয়্যাল ১৪৪৩ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত