তোমাকে ভেবে লিখেছি কত বিনিদ্র রাতের গল্প
দৈবদোষের অজুহাতে এড়িয়ে গিয়েছি
দীর্ঘ ক্লান্তি জড়ানো রাতের ফেরারি মিছিল,
নিঃসঙ্গতাকে আঁকড়ে ধরে
নির্বাক দাঁড়িয়ে আছি জীবন অলিন্দে।


এখনো হারিয়ে যাই আল্পনা আঁকা পথে
মন খারাপের একলা বিকেলে  
দু'ধারে ঝরা পাতার বিবর্ণ মলিন বুকে পা'রেখে,
বধির সময়ের কাছে প্রশ্ন করি নিরালায়
অবাধ্য মনের আয়নায় চোঁচালো স্মৃতির বিচরণ
খরদীপ্ত দিনের শেষে শূন্য বুকের পাঁজরে।


মেহেদী রাঙা দিগন্তের নির্মল চাহনিতে
সময়ের ক্যানভাসে এঁকে দিয়ে বিবর্ণতার প্রতিচ্ছবি
দূর নীলিমায় গেয়ে যায় একাকী,  
অভিমানী প্রত্যাশার অম্লান কাহিনীর গীতিকা
একাকিত্বের সংলাপে চোখের সীমান্তে।  


তোমায় ভেবে রচনা করি পূর্ণতার গীতালি
অনারক্ষিত শব্দমালায় বুনে স্বপ্নের ঐশ্বর্য মমতায়
যোজন বিয়োজনের সমীকরণে
জীবন খাতার প্রতি পাতার ভাঁজে ভাঁজে
সমীক্ষার অঞ্জলি প্রহরে আনন্দে হৃদয়ের অন্তরালে
তোমাকে ভেবে লিখে যাই নির্বিগ্নে প্রশান্ত মনে।
________________
২২ এপ্রিল ২০১৭ ... এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®