তুমি নেই তাই আমি ভালো আছি
তবে বুকের কাছাকাছি কিছু ব্যথার ঘেষাঘেষি
ঘাম মুছে দিয়ে অভিমান করার কেউ নেই আর
তুমি নেই তাই আমি করি চিৎকার
বৃষ্টির দলে এলোমেলো নাচি
ভীষণ খুশিতে তিনফুট লাফ দিয়ে
যা ইচ্ছে তাই লিখতে পারি-বিবেচনাহীন অর্থছাড়া
শ্রাবণের শেষ বাদল ধারায় ভিজি না এখন
ঘরের ভেতরে কাঁথামুড়ি দিয়ে প্রবল অলস হয়ে
ল্যাপটপ খুলে সাদা রমণীর অঙ্ক দেখি, শিল্পের কলঙ্ক দেখি


তুমি নেই তাই রাত হলে কোন ব্যস্ততা নেই
সুযোগ পেলেই মন দিয়ে
খাতা খুলে গুনি দুই তিন তিন-চার দুই এক
তুমি নেই তাই জুতোর ভেতরে জেগেছে পেরেক
দুপুরের রোদে এলোমেলো হেটে,
কাগজ অফিস প্রেসের দোকান,
সম্পাদকের রাগী ফ্যন্টাসিতে-মরে গেছে সব।


তুমি নেই তাই তোমার বুকের তীর্থে আমার
মুখ রাখবার অধিকারহীন সময় আমাকে স্বস্তি দিয়েছে


তুমি নেই তাই কোন দায় নেই
দায় এড়াবার কোন বাহানা নেই,বাজে অজুহাত নেই
একা জেগে থাকা বিচ্ছিরি রাতের মুগ্ধতা
হঠাৎ হাওয়ায় উড়ে গেছে দূর অরণ্যে কর্পুর হয়ে।


তুমি নেই তাই অনেক প্রিয় নিকোটিনগুলো
ইচ্ছে মতন ঠোঁট রাখে ঠোঁটে
লাল লিপস্টিক,লাল ল্যাম্পপোস্ট
ভীষণ সোহাগে মাঝরাতে প্রেম একা জেগে উঠে
খুঁজে বের করি খুচরো কয়েন,
ব্যবসায়ী লোভ খুঁজে বের করে সস্তা বোতল,
একলা মাতাল হয়ে নিজ মনে চিৎকার করি,
অশ্লীল হাসি হেসে নির্জনে করে স্বপ্নবদল
মুঠো করে ভাঙি কারো কাঁচের চুড়ি
গাঢ় তৃষ্ণায় গলায় ঢালি তরল ঘন জল!
____________________
রচনাকাল: অলস বিকেল ৪.৪৫ মিনিট
২৮ এপ্রিল বুধবার ২০২১ খ্রিষ্টাব্দ
১৫-ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®