আকাশ ভরা চাঁদের আলো
উচ্ছল নদীর বুকে।
চাঁদটা তার মায়াবী জ্যোৎস্না
ঢালছে যেন সুখে।


মিহি বাতাস এসে নদীর পানি
করছে স্রোতস্বিনী।
শুনছি যেন কোন  অজানায়
চুড়ির রিনিঝিনি।


সন্ধ্যে পাখীরা সব ফিরছে ঘরে
নানান আয়োজনে।
গাছের পাতার ফাঁকে এসে উড়ে
মিলছে আলিঙ্গনে।


এমন দিনে মনটা কাঁদে শুধুই
রঙিন দিনের সাঁঝে।
গদ্যে-পদ্যে কাটছে ক্ষণের মায়া
উদাস মনের মাঝে।
__________________
রচনা:মেঘলা সকাল ১০.১৫ মিনিট
৩১ মার্চ বৃহস্পতিবার ২০২২ খ্রিষ্টাব্দ  
১৭- এ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ
২৮-ই শাবান ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®