বাস্তবতায় উদভ্রান্ত আমি,
আর আঁচড় কে'টো না মনের কোন আঘাতের বুকে  
তোমার নিঃসঙ্গতা কি দূর হয়েছে আজো
প্রশ্নটা থেকেই যাচ্ছে!  
মনে আর কোন শব্দ নেই জিজ্ঞাসা নেই প্রশ্ন নেই
এবার মনে হয় বদলে যাচ্ছি প্রতিনিয়ত
অভিনয় করতে পারি না বলেই
শব্দ বর্ণের আঘাতেও আমার ভীষণ কষ্ট হয় এখন
তোমার স্বপ্ন ভেঙে নয় বরং নিজের কারণেই,
নিজের চাওয়া গুলো কে প্রতিদিন নিজ হাতে হত্যা করে,
নিজ হাতে কবর খুঁড়ে দাফন করতে করতে আমি ক্লান্ত।
তোমাকে আনন্দে থাকতে দেখলে আমার কষ্ট হবে না কখনোই
তোমাকে আমি কখনো পেতে চেয়েছি বা চাইনি
এ নিয়ে দ্বিধা দ্বন্দ্ব থেকে মুক্তি আমি পাবো কিনা জানি না।
তবুও ভালোবাসি তোমার সবুজ মনটাকে,
তোমার বঞ্চিত কষ্টকে,
আমার হৃদয়ের ভিতরে সবুজের চাষ করি
তাই সবুজ বিবর্ণ হতে দেখলে কষ্ট পাই অনেক
তোমার অতীত কষ্ট ইতিহাসের সব ক'টি পাতা যদি-
আমার সবুজ কান্না দিয়ে ধুয়ে দিতে পারতাম তাহলে-
প্রজাপতি হতাম,সবুজ গালিচায়
ভালোবাসার অকূলপাথার তোমার জন্য কান পেতে রই
জেনে রেখো অক্ষতা আমার ভালোবাসার মানদণ্ড নয়
বাস্তবতায় উদভ্রান্ত আমি,
আর আঁচড় কে'টো না মনের কোন আঘাতের বুকে।
_____________________
রচনাকাল:গ্রীষ্মের  সকাল ১০.১০ মিনিট
৩-ই জুন  বৃহস্পতিবার  ২০২১ খ্রিষ্টাব্দ  
২০-ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®