সুদূর থেকে একটা সুন্দর পার্সেল এলো
আধখোলা বাক্সের ভিতরে ছিল হয়তো
অনাকাংখিত অনেক কিছুই -
তবুও খুলে দেখিনি ভালো ভাবে,


কারণে অকারণে অফুরন্ত ব্যস্ততা নিয়ে
জীবনের তাগিতে অযথা ছুটাছুটি
মনে জাগে কৌতূহল - কি আছে ও'টায়
থাক'না কৌতূহল আর কয়েক দিন,


অবশেষে এক সন্ধ্যায় --
কি জানি কি ভেবে আধখোলা বাক্সে
কি জেনো খুঁজে ফিরি --- পেলাম
কালি বিহীন একটি সোনালি কলম,


দিনের আলোরা বিছানা গুছিয়ে যেভাবে
পাড়ি জমিয়ে সন্ধ্যার উঠোনে
নিস্তব্ধতার মাঝে হারায় নিমিষেই
আমার অনুভূতিগুলো হারালো ওভাবেই,


জীবনে শূন্যতার কমতি ছিলোনা কখনোই
কতো নীল সময় কেটেছে
অন্তবেলার দীর্ঘ প্লাবনী বারি নিয়ে
না'হয় তোমার শূন্য কলম বাড়ালো একটু,


নিজের জগতে তুমি কতো উজ্জ্বল
"অদৃশ্য মানব" এর মতো কত দয়াদান
তোমার পাঠানো উপহারগুলো
আমার জন্য হলো সংজ্ঞাহীন অসুখ
নিঃশ্বাসের আর্তনাদ নৈঃশব্দের অক্ষিপক্ষ্ম।
_____________________
লিখন কাল:ঘুমভাঙ্গা সকল ৯.৪০ মিনিট
২৬'সে নভেম্বর সোমবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®