ভালো যদি বাসতে চাও,
কষ্ট পাওয়ার ঝুকি তোমাকে নিতেই হবে ,
অভিমান –অনুযোগ করতে পারবে না তুমি ।
ভালো যদি বাসতে চাও,
প্রতিদান চাইতে পারবে না কখনোই তুমি,
যদিও প্রতিদান তোমায় দিবে কষ্ট বহুগুন বেশী।
তোমার ভালোবাসা পদদলিত হবে,
লাঞ্ছিত হবে তোমার অনুভুতি,
বিনিময়ে তোমাকে আরো বেশী ভালোবাসতে হবে।
তোমাকে কষ্ট দিবে,
তোমাকে কাঁদাবেও বটে,
কাঁদতে পারবে না,
জ্বলতে পারবে না,
জেনে রেখ তুমি ।


হেমলক সক্রেটিস'কে নীল করে দিয়েছিল,
কিন্তু তার প্রেম ছিল টগবগে লাল।
যীশুর হৃদয় বিশ্বাস ঘাতকতায় হয়ে গিয়েছিল নীল,
ভালোবাসা তার ছিল যত, হয়েছিল অমলিন ।
হোসাইন নিয়েছিলো তেষট্টি টি ক্ষত,
ক্ষতে তার রক্ত ছিল বটে, ছিল না অভিশাপ এতটুকু ।
কবির কবিতার এক একটি শব্দ,
শব্দ গুলি শব্দ নয় জেনে নিও,
হৃদয় থেকে ঝরে পড়া এক এক ফোঁটা রক্ত,
তবুও তাতে অভিমান নেই কোনও,নেই কোন অভিযোগ  
বরং তাতে আছে আরো বেশী ভালোবাসা রঙ জোরালো, শক্ত।
___________________
রচনাকাল:গরম  দুপুর ০২.১৫ মিনিট
৭-ই জুন সোমবার  ২০২১ খ্রিষ্টাব্দ  
২৪-ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®