নির্বিশেষে আমি তোমাকেই খুঁজে ফিরি
টের পাই তুমি থাক হৃদপিণ্ডে আমার
স্পন্দনে তোমার স্পন্দন স্পষ্টই শুনতে পাই আমি
গভীর ভালবেসে হৃদয়ের মাধুরী ঢেলে  
আমি তোমাতেই মিশে যাই চরম আকাঙ্খায় ।


তুমি সীমা থেকে অসীমের গভীরে
আবার অবাস্তব থেকে বাস্তবে প্রত্যাবর্তন করো
আমি বার বার তোমাকে খুঁজে পাই আমাতেই
অন্তরের গহীনে নয়নের নীলে
দু'বাহুর বেষ্টনীতে অপূরণীয় মায়ায়
অফুরন্ত সাধ আমার সুখের বিলাস হয়ে থাকে ।


কখনো কখনো আমি তোমাতেই আবদ্ধ হই নিমিষে
তুমি কেবল মেঘ হয়ে ভেসে বেড়াও
আমার মনের একান্ত আকাশে
তোমাকে বুকে আঁকড়ে ধরবো বলে  
আমার প্রবল বাতাস হবার প্রত্যাশা হয় ।


টের পাই তুমি চুপটি করে
আমার বুকে মুখটি লুকিয়ে থাকো
কখনও বৃষ্টি হয়ে অশ্রু ঝরাও প্রবল বর্ষণে  
হঠাৎ আমি আঁতকে উঠি
প্রবল চিৎকারে গর্জে উঠে আমার প্রাণ
তোমাকে হারিয়ে না ফেলি সেই আর্তনাদে
ব্যাকুল হই তোমাকে ফিরে পাবার প্রবল আকাঙ্খায় ।


চেয়ে দেখি তুমি আবার আমাতেই ফিরে এসেছ
আমার সমগ্র পৃথিবী কেঁপে উঠে সুখের উল্লাসে
এক পরম কাঙ্খিত সুখ হৃদয় গহীনে খেলা করে
আমি তোমাকে খুব গভীর স্পর্শে বুকে জড়িয়ে রাখি
পরম শান্তিতে জীবনের মধুর স্পর্শে  
এ যেন আমার ভালোবাসার পরম প্রাপ্তি
যাপিত জীবনের এই আমার অবলম্বন
এই আমার স্বর্গসুখ ।  
____________
২৩/০৪/১৬..এথেন্স,গ্রীস