আমি ভার্চুয়াল জগতে পেতেছি আমার সংসার
দিনরাত মিলিয়ে এখানেই যাপন  
অভাবী সংসারের টানাপোড়নের আলাপ
তেল পিঁয়াজ চাল আলু পটোলের উর্ধগতি দাম
প্রতি উৎসবের অতিরিক্ত খরচের হিসেব,
রান্নার মেনু, নাস্তা, মধ্যাহৃ ভোজ, রাতের খাবার
লবন কম ঝাল বেশি, ইত্যাদি সকল সমস্যার সমাধান
এখানেই করি ভার্চুয়াল কথোপকথনে,


কপালের টিপ,পায়ের আলতা, চুলের বেণী,
ভালোবাসি, ভালো লাগে, অগণিত চুম্বন
চুড়ির গুঞ্জন, রাতের মৌনতায় খিলখিল হাসি
শারীর ভাঁজ, অন্তর্বাসের রঙ এখানেই পছন্দ করি,
আগামী দিনের রঙিন স্বপ্ন মাখি দুচোখে
নীরব নিঝুম স্তব্ধ,রাতের বাতায়নে,
মুঠোফোনের দর্পণের নিপুন আলোর সুখে
প্রণয় বাসর সাজাই ভার্চুয়াল প্রেয়সীর সাথে।


আচ্ছা !!! আমরা কি অসুখী, না'কি এটা অসুখ?
ভার্চুয়াল জগতের ছককাঁটা ঘরে রাতের পাখি হয়ে,
আঁধারে হারিয়ে যাই আলোর বুক বিদীর্ণ করে,
সময়ের পেন্ডুলাম থেমে যায় একাকী ক্লান্ত হয়ে নীরবে
একসময় নিবিড় অবসাদ নেমে আসে,ধীরে ধীরে
শরীরের ভাঁজে ভাঁজে, নিঃশ্বাসের উষ্ণতায়,
ভিজে যায় মাথার উপাধান,ভার্চুয়াল ভালোবাসায়
লেগে থাকে মনের অন্তরালে এক বিরল ভালো লাগা।
_________________
রচনা: ক্লান্ত বিকেল ৪.৫৫ মিনিট
৮ মার্চ  মঙ্গলবার ২০২২ খ্রিষ্টাব্দ  
২৩-এ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ
৫-ই শাবান ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®