রাতের নির্দয় অন্ধকার চারিদিকে
শিশির ভেজা ঘাসের উপর নির্জনে বসে আছি আমি
নিজের ঠিকানা খুঁজি দিগন্ত রেখায়
অপলক দৃষ্টি রজনীর নীরবতা ছুঁয়েছে ধীরে।
আমি যুগ থেকে যুগান্তর এ'ভাবেই নিদ্রামগ্ন পৃথিবীতে
অতৃপ্তের বেদনা নিয়ে নিস্তব্ধ আছি,


চোখের তারায় কি খুঁজি প্রেম না করুণা
অসীম আকাশের বুকে তৃপ্ত মনে ঝরে পড়ে জ্যোৎস্না  
তার চোখে চোখ রেখে কখনো খুঁজি নিজেকে
কখনো দাঁড়াই এসে অতীতের গালিচায়
যেখানে একদিন মিশে গিয়েছিলো কোজাগরী স্বপ্নগুলো
জীবনের জলছবি হয়ে একে একে।


নিশুতির নিঃশব্দ বুকের শীতল পাঁজরে কান পাতলে
আজো শুনতে পাই ভেঙে যাওয়া স্বপ্নের হাহাকার।


হ্যাঁ আমি ভুল পথের পথিক,
ভুল ছবি আঁকি বেরঙ জীবনের রঙ তুলিতে,
তেপান্তরের কান্তিকায় ছড়াতে চাই গোধূলির আবীর
প্রতিবার ফিরে আসি শূন্য হাতে নিরাশার বালুচর ভেদে,
ভ্রান্ত এই পান্থশালায় খুঁজি নিজের অস্তিত্ব।

ঠিকানাবিহীন ভুল পৃথিবীর এক মানচিত্র নিয়ে হাতে
ঐশ্বরিক অবদানে শ্রান্ত হয়ে হেঁটেছি নির্দ্বিধায়
ছক কাটা ঘরের বিভ্রান্ত সিপাহী হয়ে,
আজ আমি ক্লান্ত সত্যি আমি খুব-ই ক্লান্ত
আমায় ক্ষমা করো হে ধরণী আমায় এবার ক্ষমা করো
সত্যি আমি ভুল ঠিকানার মানুষ।
____________________
রচনাকাল: শীতের সকাল ৮.২০ মিনিট
২২ নভেম্বর সোমবার ২০২১ খ্রিষ্টাব্দ
৭-ই  অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ
১৭-ই  রবিউল আখির ১৪৪৩ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত