স্থায়ী অস্থিত্ব
নয়ন ওঝা


হটাৎ করে আমিও একদিন যাব
অচিনপুরের সন্ধান করার জন্য,
সুন্দর পৃথিবী মায়া কাটিয়ে চলবো,
চলবো স্থায়ী অস্থিত্ব গ্রহনের জন্য ।


মম আপন স্বজনের সঙ্গ ছাড়িয়া
সকল সম্পর্কের রেখা ছিন্ন করিয়া,
বাঁশের পাল্কিতে চরিয়া ত্যাগিবো বাড়ি।


মায়ার খেলায় মাতি ত্যাগি নিজ কর্ম
বিসর্জন দিয়েছি গো আদর্শের ধর্ম।
কর্ম-মর্ম ভুলি জাতের খেয়েছি মাথা।
হৃদ ঘা মনে, আশা পাব স্রষ্টার দেখা।


অজ্ঞ আমি ভাবি শেষে হারিয়ে সম্বল।
সময়ে খুঁজিনি আজ তরনী অতল।
উদ্ধারিও হে বিধি পাপিষ্ঠ এই নর।।


উৎসর্গ: মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে এবং কবির প্রয়ান  দিবসে শ্রদ্ধাঞ্জলি..
নিবেদনে,
................ নয়ন ওঝা।