রসোগোল্লার হাঁড়ি
নয়ন ওঝা


কাকে বলবো খারাপ মানুষ সবাই অনেক ভালো
সবার মাঝে অধম আমি সবার চেয়ে কালো,
সবার হাতের কর্ম যদি করে দিতে পাড়ি
সবাই বলে লক্ষী ছেলে রসোগোল্লার হাঁড়ি।


সুবিধা যোতো দিতে পারি সুযোগ খুঁজে তত
স্বার্থে একটু ব্যাঘাত ঘটলে হয়ে যাই
তাদের কাছে আমি এক কুখ্যাত।
দুনিয়ার সব ভালো মানুষদের সাথে
দেখা হয় যে কতো শত।


দেখতে শুনতে অনেক সুন্দর নামি দামি লোক
স্বার্থ হাসিল করে শুধু টিপ মেরে চোখ,
মুখে মুস্কি হাসি হাসে চোখ করে টলমল
দেখলে তাকে মনে হবে শেখ সৈয়দ আজমল।