এই যে এত অবহেলা করছো,
তিলে তিলে মারছো।
আমার কষ্ট হয় দেখছো না?
এই যে ভালোবাসো- বাসো না
এমন দ্বিধা দ্বন্দে আমাকে রাখছো।
তার থেকে একদিন বরং
আমাকে ছেড়েই দাও তুমি!
কি হবে আর?
দু দিন কষ্ট পাবো,
তিন দিন কষ্ট পাবো কিংবা বছর!
অথবা সারাজীবন না হয়
তোমার দেওয়া কষ্ট বহন করেই বেঁচে রইলাম!
মাঝে মাঝে যখন অন্যদের হাত ধরাধরি করে হেঁটে যেতে দেখবো
কিংবা যখন দেখবো কোনো পার্কের বেঞ্চিতে জোড়া শালিক বসে আছে।
তখন হয়তো তোমাকে যত্ন করে মনে করে কাঁদবো।
কিন্তু তারপর তো আবার স্বাভাবিক হবো।
জীবনের প্রয়োজনে তুমি নামক মেমরি কার্ড কে মন নামক ডিভাইসে তালা বদ্ধ করে আমি আবারো স্বাভাবিক হবো।
কিন্তু এখন এসব কি হচ্ছে?
এই ভালোবাসি, বাসি না এর যাতা কলে পিষ্ঠ হতে হতে আমি ধুকে ধুকে মরে যাচ্ছি!
পারছি না আর আমি,
বিশ্বাস করো পারছি না।
এভাবে আর দিধা দ্বন্দে না রেখে,
আড়াল পর্দা সরিয়ে
তুমি বরং আমাকে বলেই দাও, চলে যাও।
আমি তো তোমার বাধ্য প্রেমিক ।
তোমার কথা রাখতে চলে যাবো বহুদূর!
তারপর দুবেলা বৃষ্টি নামিয়ে আমি আবারো স্বাভাবিক হবো।
তুমি নামক নেশা কাটিয়ে।
আমি আবার ও তুমি হীন পূর্বের মতো দিন কাটাবো।
যেখানে তুমি থাকবে না, কিন্তু তোমাকে ঘেরা স্মৃতি থাকবে।
আমার বানানো হাজারো কল্পনা থাকবে!
(সংগৃহিত )