কতটা অপরুপা তুমি
যদি জানতে,
তুমি নিজে নিজের প্রেমে পড়তে।।
কতটা আকর্ষণ তোমার
ঐ হরিণি দু'টি চোখে
যদি জানতে,
তুমি নিজেই অপলক দৃষ্টিতে
বারবার শুধু চেয়ে দেখতে।
কতটা মধুর তোমার ঐ কন্ঠের সুর
যদি জানতে
তুমি নিজেই শুনতে সে সুর
ব্যাকূল হয়ে পড়তে।।
এখন বলো হে প্রিয়তমা
তুমি নিজেই যদি নিজের
প্রেমে যাও পড়ে
কেন আমি পড়বোনা?
কেন তোমার চোখে চোখ রাখতে?
বারবার ছুটে আসবোনা।
বলতো আসমানের চাঁদ
যদি নেমে আসে
ধূলির ধরায়,
কে এমন আছে তাকে চাইবে না।
তুমিতো আমার কাছে
সেই আসমানের চাঁদ
তাইতো চাই তোমাকে।
কসম বিধাতার স্বর্গ চাইবোনা
যদি হাতটা রাখ এ হাতে....