তুমি যে সৃষ্টির শ্রেষ্ঠ উপহার
      আমার মা।
কতনা কোষ্ট দিয়েছি তোমায়
করেছি তোমার দুগ্ধ পান।
রাখনি আমার মাটিতে
শরীরে আমার লাগিবে ধুলো।
রেখছ আমায় মাথায় তুলে
রেখছ আমায় মনের ঘরে,
সেই তোমাকে কতনা কষ্ট দিয়েছি
  নিজের মনের ভুলে।
চাচ্ছি যে মা ক্ষমা তোমার কাছে
দিয়োগো মা ঠাই আমায়
  তোমার ঐ চরন তলে।
তুমি যে আমার সেরা উপহার
  পৃথিবীর এই ভূবনে।
চাই না আমি মা এই পৃথিবীর রাজা হতে
চাই শুধু তোমার চরন তলে থাকতে।