একটি প্রেম চাই
আমার জন্য নয়,
আমার কবিতার জন্য,
যে কবিতাকে ভালোবেসে  
আমার হাতে কলম দিবে তুলে।
লিখব তাকে নিয়ে কবিতা।
আমার সব কবিতার
মাঝে রয়ে যাবে তার গীতি।
যে থাকিবে অনন্তকাল
আমার কবিতার মাঝে,
সেই হবে আমার কবিতার
অমর রানী।
আমার কলম লিখবে
শুধুই তার কথা
যেমন জীবনানন্দ দাশ এর
বনলতা সেন রয়ে গেছেন।
তেমনি আমি রাখিতে চাই
তাকে আমার কবিতার মাঝে
সব কবি তায় যেন খোঁজে পারে তাকে।
একটি প্রেম চাই
আমার কবি মনের জন্য।
যে প্রেম আমার কবি মনকে করবে পুলকিত।
তুলে দিবে হাতে কলম
কবিতা লেখার জন্য।