ছোট্র সনের বাধব ঘর।
তোমার আমার বিয়ের পর।
বাঁশের তৈরি থাকবে খাঁট।
মাঁটির তৈরি পুকুর ঘাট।
খেজুর পাতার থাকবে চালা।
তালপাতার থাকবে ডালা।
বতাস করব  গরম এলে।
শাঁপলা তুলব ক্ষুদা পেলে।
রাতে চাঁদের পড়বে আলো।
তুমায় দেখতে লাগবে অনেক ভাল।
গাইবে তুমি মধুর গান।
কেড়েনিবে আমার প্রান।
পড়িয়ে দেব লাল টিপ।
দেব বিনি সুতর মালা।
হাঁতের মধ্যে দেব সখী,
লাল কাঁচের এক মুঠ বালা।
কানের মধ্যে গুজে দেব ঘাঁশ ফুলের দুল।
খোপার মধ্যে গুজে দেব লাল জবা ফুল।
মারতে  যাব বরশি হাতে ছোট সোনার মাছ।
বেঁচতে যাব অচীন পুরে।
আনব সখী মাটির হাড়ি।
তোমার জন্য পাটের শাড়ি।
নাকের নলক, কানের দুল।
সঙ্গে আনব আখের গুড়।
তৈরি করবে চালের পিঠা।
বায়না করব আর দুইটা।