কষ্টের পাহাড় ডিঙ্গিয়ে যখন
এলাম তোমার বাড়ি
অন্তর চোখে তাকিয়ে দেখি
তুমি গিয়েছো আমায় ছাড়ি।
পুড়া কপাল পুড়ে ছাই
নেই শান্তি কোথাও নাই।।
তিক্ত হৃদয় ভাঙ্গা এমনে
বাজবে কি আর সুখের বাঁশি?
সাগর শুকালো হৃদয় অনলে
জ্বলছে সাজানো মন ও বাগান
হাসবেনা জানি অফুটন্ত কলি
জুড়াবেনা জানি মনও প্রাণ।
শূন্য বাসর চাঁদের আলোয়
হবেনা কভু আলোকিত।
যখন তুমি আমার ছিলে
সুখ স্বপ্নে বিভুর ছিলাম
হৃদয় ছিল পুলকিত।
আশার গুড়ে বালি দিয়ে
বাঁধছো কোন সুখের বাসর
সুখ স্বপ্নের পরশ বিহনে
মনটা যে আজ কেঁদে মরে।