অনুভূতির প্রতিবিম্ব
চাঁদটা আজ ডুবে গেছে অমাবস্যার ঘোরে;
হয়তো তুমিহীনা রাতে ছড়াবে না
পূর্ণিমার আলো।
তারাগুলোও করছে কেবলই লুকোচুরি,
আকাশে ঘূর্ণিপাক খাচ্ছে অসংখ্য নীল
নক্ষত্র;
নীহারিকার মিটিমিটি বিকিরণ চলে মাঝে
মাঝে,
মেঘেরা করছে ছোটাছুটি যেন এখনই
নামাবে বৃষ্টি;
তুমিহীনা সমস্ত রাতে আকাশে এভাবেই
চলে-
আলো-আঁধারের অন্তহীন খেলা।
অকুল সমুদ্র আজ হারিয়েছে তার নব্যতা;
হয়তো তুমিহীনা মোহনায় চলতে চাইছে
ভাটার স্রোতে।
জোয়ারের বানে আজ ঢেউগুলো হয়নি
উত্থাল;
সমু্দ্রের উপরে উড়ছে না চৌকস শঙ্কচিল,
নোঙর তোলা জাহাজগুলো ভুলে গেছে দিক
নির্দেশনা;
ছুটে চলছে অন্তহীন অনিশ্চিতির দিকে।
এভাবেই তুমিহীনা মোহনায় সমুদ্রে চলে-
জোয়ার ভাটার আকষ্মিক পরিবর্তন।
সময়গুলো আজ থমকে গেছে গভীর
নিস্তব্ধতায়;
হয়তো তুমিহীনা পৃথিবীতে বইতে চাইছে
না।
অনুভূতির মৌনতা গ্রাস করেছে হৃদয়পটে,
হারিয়েছে আশ্রয় সকল সুখের ঠিকানায়;
চাহনিতে ভেসে উঠে বিষাদের গাঢ় নীল রঙ,
বুকে করে অসহ্য চিনচিনে নিরব ব্যাথা।
এভাবেই তুমিহীনা সময়গুলো কেটে যায়-
বিষণ্ণতার এক নির্মম ক্লান্ত অবয়বে।
উৎসর্গ#zinak