সাদিয়া সাদিয়া ভালবাসায় বাধিয়া,
রাইখা গেলি চলিয়া।
আপন ঘর ছাড়িলাম আমি তোরই লাগিয়া,
ঘর ছাড়িলাম বাড়ি ছাড়িলাম আপন করিলাম পর,
তুইযে আমায় ছাড়িয়া,
অন্য বুঝে বাধলি সুখের ঘর।
কথা ছিল দুজনাতে
বাধবো সুখের ঘর,
সেই সাদিয়ার আজ হয়েছে
অচিন পুরে ঘর।
তুই সাদিয়া ভালবাসার কথা শুনাইতি আমায় রোজ,
সেই সাদিয়া এখন আমার রাখেনা কোন খোঁজ।
মিষ্টি মধুর কথায় আমার মনটা কাড়তো রোজ।
সর্বো সুখের আশায় সাদিয়া অচিন পুরের রাজাকে করল খোজ।
কতো স্বপ্ন আকতো বন্ধু বট গাছের নিচে বিছায়া পাটি,
সেই পাটিটা যাচ্ছে চলে,
আমার চোখের নদীর জলে।
কথা ছিল জনম জনম
থাকবো মোরা পাশাপাশি,
কখনো সে হবে না পর,
যতই বাধা আসে।
সেই কথা ভুইলা বন্ধু বুকে করলে আঘাত,
লাল শাড়িতে অন্যের ঘরেতে
খাচ্ছে সাদিয়া সুখের বাতাস।
প্রেমের নামে সাদিয়া আমার সাথে করল যে অভিনয় শত চেষ্টায় তাহার সাথে হলোনা আমার কুশল বিনিময়।