সিঁদুরমেঘ মেঘ দেখে যদি ভাব,
পুড়ে যাবে ঘর,
অহরহ ঘটছে যা সচরাচর,
কিছুই নাই বলার,
ঝাকিয়ে কলার,
পক্ষে আপনার।
ভুলে সকল জ্বালা,
যত্নে গেঁথে ফুলের মালা,
যদি পথচেয়ে থাকতো বসে কেউ......
কিন্তু সে আশার তো গুড়ে বালি,
আমার অরণ্যে রোদন খালিখালি...।
তুমিই দোলাচলে,স্মৃতির পাতা খুলে,
আমি আর কি বোঝাবো তোমায় বলে।
একদাড়িতে সোনা আর কাঠ,
দিচ্ছ বারবার মাপ,
জানি ডাকবে না আমি চলে গেলে।