হে প্রাণের ঈশ্বর,
বিভৎস হাসিতে বিদ্রুপের উল্লাসে
তুমি মেতোছো বুঝি!
জাগ্রত রেখোছো প্রকৃতি,
রাত্রি প্রভাত হয়, পাখি গায়, বায়ু বহে, ফুল ফোঁটে,
তোমার উপাসক তোমার বক্ষচ্যুত,
করোনা মহামারীর আগুনে পোড়াচ্ছো বিশ্বকে অবিরাম।
এ-কেমন প্রতিশোধের খেলায় মেতোছো তুমি!
হে মমতার ঈশ্বর, তুমি আজ মমতা হারা,
জপের মালায় মৃত্যুর প্রহর গোনছে তোমার বান্দারা,
নিঃশ্বাসে পাচ্ছে মৃত্যুর গন্ধ,
আলোতে দেখে হিংস্রতা,
মৃত্যু ছায়ায় ঢেকে গেছে চোখ,
অন্তর জুড়ে মৃত্যু শোক,
পিতার অস্তিত্বের বিশ্বাস হচ্ছে ম্লান,
প্রার্থনার বাণী হচ্ছে বিস্মৃত,
মনে রেখো তুমি নির্দয় ঈশ্বর
প্রজা ছাড়া রাজ্যের রাজা নশ্বর।