৭১ এ বাংলার বিজয় দেখেছি,
দগ্ধ হৃদয়ের জ্বালা ভুলে, অশ্রুহীন নয়নে,
স্বপ্নের সূর্যের সাথে জনতার আলিঙ্গনে,
বর্বর পাকসেনার বশ্যতায় বিশ্বের ধিক্কারে।
বিজয় দেখেছি
রণক্লান্ত বীরের স্বপ্নভরা বুকে ঘরে ফেরার আনন্দে,
পিতার রক্তে কেনা পতাকা বুকে সন্তানের মুক্তকণ্ঠে।
হাতে লজ্জা ঢাকা লাঞ্ছিতা বীরাঙ্গনার উম্মত্ত হাসিতে।
বিজয় দেখেছি
বাংলার মাটি ছুঁয়ে নির্বোধ শিশুটির মত
বঙ্গবন্ধুর বাকরুদ্ধ কান্নায়।
পোড়া লাঙ্গল কাঁধে সাধক কৃষাণের
সোনালী স্বপ্নে।


আবার বিজয়কে দেখেছি মেঘে ঢাকা সূর্য।
জাতির পিতার ঘৃণিত ঘাতকের হাতে বন্ধী।
বিজয়কে দেখেছি
সত্য মিথ্যার কুরুক্ষেত্রের যুদ্ধে নীরবে কাঁদতে,
অন্ধকারে জেলখানায় ফাঁসিতে ঝুলতে,
গ্রেনেডের আঘাতে ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহে।
পোড়া চোখে দেখেছি
ধর্মের নামের অস্ত্রের আঘাতে বিজয়ের মৃত্যু,
ধর্ষকের হিংস্র কামরে রক্তাক্ত বিজয়ের নিথর দেহ।
বিজয়ের দেহ জুড়ে দুর্নীতিবাজের উলঙ্গ নৃত্য।