হেমন্তের ধান কাটা, হলো যে সারা,
মাঠ জুড়ে দাঁড়িয়ে, ধানের জীর্ণ নাড়া,
নাড়া নিয়ে বুকে, মাঠ থাকে সুখে,
হাসি ফুটলো বলে, কৃষাণের মুখে।
বুকের সোনার ধান, করে গিয়ে দান,
হয় না সে ম্রিয়মান,
দান তার চিরসমান।
যুগ যুগ ধরে, দান কর্ম করে,
রাখে না কিছু, নিজের তরে।
সহিষ্ণু মাঠের, উদার হৃদয়,
লাঙ্গলের আঘাত, নিরবে সয়,
ফলাতে শষ্য, করিতে দান
সাধিতে কল্যাণ, জগতময়।