সেই রাতের বৈশাখী ঝড়ে,
ঘর কাঁপে থরথরে,
ঝড়ের বাতাসে আম যত ঝরে পড়ে।
মনে নাহি ভয়-ডর, খুশীতে গুণেছি প্রহর
কুড়াবো আম ঝড়ের পর।
ভোরের আঁধারে জাগি, আগে আগে উঠি,
খুশীতে ছুটি, বাদলজলে ভিজি
ঝরা আমে পুরাতাম ঝুড়ি।
জলে ভেজা দেখে,
রাগ আর বকুনি মুখে, মা দিতো মাথা মুছে
খুশীভরা মনে, মায়ের বকুনি শুনে
হাসিতাম আপন মনে।
আজিকে যখনি মেঘডাক শুনি, আঁধার গগনে,
ভাবি মনে মনে,
মায়াভরা মমতায় ছিল কতো রঙিন
বাধা ভাঙ্গা শৈশবের মধুমাখা সেই দিন।
ফিরে কী পাবো তারে, আর কোন দিন,
মুক্তপাখির খাঁচা ভাঙ্গার সেই দুরন্ত দিন।