প্রেমে মাতাল বসন্ত, সবুজ বাড়ি জুড়ে,
ঝরা পাতার কান্না, যায় না শোনা দুপুরে।
পেয়ারা পাতার ফাঁকে ফাঁকে, সাদা ফুল হাসে,
পাতিলেবুর নতুন ফুল, সুবাস ছড়ায় পাশে।
ফুলে ভরা সুপারিগাছ, দোলায় চুল বাতাসে,
কাঁঠালমুচি ঘোমটা খুলে, আপন মনে হাসে।
বাড়ির ঘাটায় ভ্যাঁটগাছে, ফোঁটে সাদা ফুল,
নববর্ষ বরণে তার, হয় না কবু ভুল।
নতুন পাতায় গলাগাছ, সবুজ শাড়ি পরে,
ঘোমটা দিয়ে মাথা নাড়ে, ভালোবাসার তরে।
পাড়ার ছেলে দল বেঁধে যায় শিমুল গাছের তলে,
ঝরা শিমুল কুড়ায় তারা, খুশীর দোয়ার খুলে।
লাল পলাশের বুকে বাজে কোকিল পাখির কণ্ঠ,
বাড়ি জুড়ে এলো বুঝি, নতুন বসন্ত।