হে ২৫শে বৈশাখ, তুমি ধন্য
তুমি অনন্ত রবির প্রসবিতা,
তুমি শুভ লগ্ন,  তুমি অনন্য।
গানে প্রাণে রঙে সেজেছে আজ যুবতী ধরণী
নাচে তরঙ্গিণী, ঝরনা শোনায় রবী রাগিণী,
ঊর্বশী প্রকৃতির হাতে সোনালু, কৃষ্ণচূড়ার মালা
বরণে তারে,  অস্তহীন রবি
যে এসেছি, জগৎ মঙ্গলে
নিয়ে অমৃতের বাণী।
যার  কথা গাথা গানে
সরস জ্ঞানে প্রেমের সুধায়  
মোহিত হইল জগৎ প্রাণ।
হে ২৫শে বৈশাখ,  করি তোমার ধ্যান
লহ মোর প্রণাম, তুমি চির-অম্লান।